আপনার অ্যান্ডয়েড ফোনের জন্য নিয়ে এলাম টকিং ক্লক । ফ্রী ডাউনলোড করে নিন


22/01/2014 | 
By Shafiqul Islam। ৫৫০ বার পঠিত ৪ টি মন্তব্য | 

আসালামুআলাইকুম । কেমন আছেন ? আশা করি ভাল আছেন । আমি আজ আপনার অ্যান্ডয়েড ফোনের জন্য টকিং ক্লক নিয়ে হাজির হয়েছি । এখন থেকে কম্পিউটার এর মত আপনার ফোন আপনাকে সময় বলে দিবে । ফোন তো সব সময় আপনার সাথে থাকে তাই এটি আপনার কাজে লাগবে । তাহলে আর দেরি কেন, জলদি নিচের ডাউনলোড লিঙ্ক হতে অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটির সাথে দুটি ভয়েস আছে, সেই দুটি অবশ্যই ডাউনলোড করবেন। কারণ,  অ্যাপ-এর সাথে ইংলিশ ভয়েস থাকে না। তাই ইংলিশ ভয়েস লাগবে। ১ম অবস্থায় রাশিয়ান ভাষা থাকে। তাই আমি ভয়েসও দিয়ে দিলাম অ্যাপটির সাথে।
আশাকরি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে comment করতে ভুলবেন না। আরো ভালো কিছু জানতে থাকুন http://shafiqultutorial.blogspot.com- এর সাথে আশাকরি আপনাদেরকে আরো ঙ্গানের শিখরে নিয়ে যাবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে । আল্লাহ হাফেজ.........

No comments:

Powered by Blogger.