দেখে নিন কিভাবে বিভিন্ন ফোনে স্ক্রীনশট নিতে হয় ।


আসসালামু আলাইকুম,
শুরুতে সবাই আমার শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভাল 

আছেন । বেশি কথা না বলে চলুন দেখা যাক কিভাবে বিভিন্ন 

ফোনে স্ক্রীনশট নিতে হয় ।

SYMPHONY, WALTON DEVICE: Symphony, Walton

অন্যান্য চায়না ডিভাইস গুলতে আপনি নরমালি ভলিউম ডাউন 

বাটন ও পাওয়ার বাটন প্রেস করেই নিতে পারবেন। তবে সব

 ডিভাইস এ এইটা কাজ করবে না।
LG DEVICE : LG ডিভাইস অনেকটা সনি এর মতোই। আপনি 

ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন প্রেস করে রাখুন এবং 

Screenshot নেয়া হয়েছে এই কনফারমেশন এর জন্যে অপেক্ষা 

করুন।এছাড়াও এলজি তে কুইক মেমো এর সাহাজ্যেও নিতে 

পারবেন। তবে সেটির সেটিং অন থাকতে হবে।
SONY DEVICE : Sony এর মোবাইল ও ট্যাবলেট এর মেথড 

একটু আলাদা। মোবাইল এর জন্যে ভলিউম ডাউন বাটন ও 

পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখুন এবং Screenshot নেয়া 

সম্পন্ন 

হউয়া পর্যন্ত অপেক্ষা করুন। স্ক্রীনশট নেয়া হয়ে গেলে 

কনফারমেশন পাবেন।এছাড়াও অনেক সনি এর ডিভাইস এ 

পাওয়ার মেনু দিয়েও স্ক্রীনশট নিতে পারবেন। এ জন্য পাওয়ার 

বাটন প্রেস করে ধরে রাখুন। একটি মেনু অপ্সহন আসবে যেখানে 

লিখা থাকবে Take A Screenshot। এবং এই অপশন এর মাধ্যমে

নিয়ে নিতে পারবেন স্ক্রীনশট।
SAMSUNG ALL DEVICE : নতুন কিছু Samsung ডিভাইস এ 

আপনি স্ক্রিন এর উপর দিয়ে হাত বুলালেই স্ক্রীনশট নিতে পারবেন। 
তবে সেটার জন্যে Settings > Motion first অপশন টি একটিভ 

করা থাকতে হবে। এছাড়াও অন্য Samsung ডিভাইস এ আপনি 

হোম বাটন ও পাওয়ার বাটন প্রেস করে স্ক্রীনশট নিতে পারবেন  । 

তাহলে ট্রাই করুন।
HTC DEVICE : HTC এর মেথড অনেকটা স্টক এন্ড্রয়েড এর 

মতোই। এছাড়াও ছবিতে যেমন দেখানো হয়েছে হোম বাটন ও 

পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রীনশট নিতে পারবেন । আপনি 

হোম ও পাওয়ার বাটন প্রেস করলেই স্ক্রিন এ একটা ম্যাসেজ 

আসবে যে আপনার স্ক্রীনশট নেয়া হয়েছে।
এছাড়াও কিছু ফোনে Screenshot নেওয়াই যায় না । নোকিয়া 

ফোন গুলতে আপনি কিছু ইউসি বা অপেরা মিনি দিয়েও স্ক্রীনশট 

নিতে পারবেন ।
সবাই ভাল থাকুন । :-D
          আল্লাহ হাফেজ.............................

1 comment:

Unknown said...

Jio phone কি ভাবে ক্রিনশট নেবো!!!

Powered by Blogger.