মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকন্ট্রোলারের ক্রমবিবর্তনের গল্পঃ – শেষ পর্ব

লেখাটি আপনার পছন্দ হয়েছে?
MOS_6502

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমি জানি গত পর্ব আপনাদের আয়েত্বে এসেগেছে।এখন আজকের পর্ব লক্ষ্য করুন...
 Z80 তৈরির সময় Frederico Faggin চিন্তা করেন যে, 8080 মাইক্রোপ্রসেসরটির জন্য ইতোমধ্যেই অসংখ্য প্রগ্রাম তৈরি হয়ে গেছে, ফলে Z80 কে 8080 থেকে আরো শক্তিশালী করে তৈরি করলেও অনেক ব্যবহারকারীই 8080 ব্যবহার বন্ধ করবে না। তাই সে Z80 কে এমনভাবে তৈরি করে যেন 8080 এর জন্য তৈরি করা সকল প্রগ্রাম এতে ব্যবহার করা যায়। আর একারণেই Z80 হয়ে ওঠে ঐ সময়ের সবচেয়ে শক্তিশালী মাইক্রোপ্রসেসর। Z80 তে ১৭৬ টি ইন্সট্রাকশন ছিল এবং এর মেমরি এড্রেসিং ক্ষমতা ছিল 64Kb, এতে বিল্ট ইন ডাইনামিক র‌্যাম ছিল। Z80 Frederico Faggin এর চিন্তাকে দারুনভাবে সফল করেছিল এবং যারা 8080 ব্যবহার করত তাদের প্রায় সকলেই 8080 বাদ দিয়ে Z80 ব্যবহার করেছিল।
……………………………………………………………………………….
১৯৭৫ সালে ইউনাইটেড স্টেটে WESCON প্রদর্শনীতে মাইক্রোপ্রসেসরের ইতিহাসের এক সংকটময় অবস্থার সৃষ্টি হয়। MOS Technology ঘোষণা করে যে তাদের প্রতিটি 6501 এবং 6502 মাইক্রোপ্রসেসর $25 ডলারে বিক্রয় করা হবে, ঠিক যে সময় একই ধরণের ইন্টেলের 8080 এবং Motorola এর 6800 বিক্রি হচ্ছিল $179 ডলারে। তাই প্রদর্শণীর প্রথম দিনেই ইন্টেলের 8080 এবং Motorola এর 6800 মাইক্রোপ্রসেসর এর দাম $69.95 ডলারে কমিয়ে আনা হয়। পরবর্তীতে MOS Technology 6501 মাইক্রোপ্রসেসরের বিক্রি বন্ধ করে দেয় কিন্তু 6502 উৎপাদন এবং বিক্রয় অব্যহত থাকে। 6502 ছিল একটা 8-bit মাইক্রোপ্রসেসর, যতে ৫৬ টি ইন্সট্রাকশন ছিল এবং এর মেমরি এড্রেসিং ক্ষমতা ছিল 64Kb।কম দামের কারণে 6502 দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। KIM-1, Apple I, Apple II, Atari, Comodore, Acorn, Oric, Galeb, Orao, Ultra ছাড়াও আরো অনেক কম্পিউটারে 6502 করা হয়। ফলে এক বছরে প্রায় ১৫ মিলিয়ন মাইক্রোপ্রসেসর বিক্রি হয়।
Frederico Faggin ইন্টেল ছেড়ে দিয়ে নিজে Zilog Inc গঠন করেন। ১৯৭৬ সালে তারা Z80 তৈরি করে। Z80 তৈরির সময় Frederico Faggin চিন্তা করেন যে, 8080 মাইক্রোপ্রসেসরটির জন্য ইতোমধ্যেই অসংখ্য প্রগ্রাম তৈরি হয়ে গেছে, Z-40ফলে Z80 কে 8080 থেকে আরো শক্তিশালী করে তৈরি করলেও অনেক ব্যবহারকারীই 8080 ব্যবহার বন্ধ করবে না। তাই সে Z80 কে এমনভাবে তৈরি করে যেন 8080 এর জন্য তৈরি করা সকল প্রগ্রাম এতে ব্যবহার করা যায়। আর একারণেই Z80 হয়ে ওঠে ঐ সময়ের সবচেয়ে শক্তিশালী মাইক্রোপ্রসেসর। Z80 তে ১৭৬ টি ইন্সট্রাকশন ছিল এবং এর মেমরি এড্রেসিং ক্ষমতা ছিল 64Kb, এতে বিল্ট ইন ডাইনামিক র‌্যাম ছিল। Z80 Frederico Faggin এর চিন্তাকে দারুনভাবে সফল করেছিল এবং যারা 8080 ব্যবহার করত তাদের প্রায় সকলেই 8080 বাদ দিয়ে Z80 ব্যবহার করেছিল। Z80 ছিল Spectrum, Partner, TRS703, Z-3  কম্পিউটারের হৃদপিন্ড।  ১৯৭৬ সালে ইন্টেল 8-bit মাইক্রোপ্রসেসরের উন্নত সংস্করণ হিসেবে বাজারে আনে 8085 যা 3MHz ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারত।
D8048C১৯৭৬ সালেই ইন্টেল মাইক্রোকন্ট্রোলার হিসেবে বাজারে আনে 8048। যা MCS-48 পরিবারের অন্তর্ভুক্ত ছিল। এতে অন চিপ ডাটা স্টোরেজ ব্যবস্থা ছিল কিন্তু প্রোগ্রাম জমা থাকত এক্সটার্নাল মেমরীতে এর 1-byte ইন্সট্রাকশন ছিল। ১৯৮০ সালে উন্নত সংস্করণ হিসেবে MCS-51 মাইক্রোকন্ট্রোলার আবিষ্কৃত হয়। এতে 2-byte ইন্সট্রাকশন, L_Intel-NG80386On-chip RAM, ROM, EEPROM প্রোগ্রাম মেমরি, 128-byte ডাটা মেমরি এবং এক্সটার্নাল মেমরির ব্যবস্থা ছিল।
১৯৮২ সালে Motorola থেকে মাইক্রোকন্ট্রোলার হিসেবে আবিস্কৃত হয় 6805 এবং 68010 । একই বছর ইন্টেল থেকে আবিস্কৃত হয় 80186, 80188, 80286, 8096(MCS-96) । ১৯৮৪ সালে 6820 আর ১৯৮৫ সালে 80386 উভয়ই ছিল 32-bit মাইক্রোকন্ট্রোলার।
pic16f87জনপ্রিয় পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোলার বা PIC মাইক্রোচিপ থেকে আবিস্কৃত হয় ১৯৮৫ সালে। ১৯৮৭ সালে আবিস্কৃত হয় Z280 যা ছিল 16-bit মাইক্রোপ্রসেসর।অন্যতম জনপ্রিয় 32-bit Pentium মাইক্রোপ্রসেসর আবিস্কৃত হয় ১৯৯৩ সালে। বর্তমানে সর্বাধিক জনপ্রিয় Atmel 8-bit AVR মাইক্রোকন্ট্রোলার বাজারে আসে ১৯৯৭ সালে।
8048মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার হতে পারে আমাদের দেশে ইলেকট্রনিক্স ভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় অন্যতম হাতিয়ার। যদিও আমাদের দেশে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলার তৈরি করার মত সুযোগ এবং সম্ভাবনা এখনো সম্ভব হয়নি, তারপরও আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, রোবটিক্স, কন্ট্রোল সিস্টেম ইত্যাদি ডেভলপ করার মাধ্যমে আমাদের চলার পথ শুরু করার মত সম্ভাবনা রয়েছে। আর এই ধারণার সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বড় অংকের বিনিয়োগ। তাই দেশে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী। সবাই ভালো থাকবেন,
                       আল্লাহ হাফেজ..........

No comments:

Powered by Blogger.