ওল্ড পাসওয়ার্ড না জেনেই বন্ধুর পিসির পাসওয়ার্ড বদলানো ও সফটওয়্যার ছাড়াই কোন কিছু পাসওয়ার্ড দিয়ে লক করার সহজ পদ্ধতি


নিশ্চয়ই সবাই ভাল আছেন? দীর্ঘদিন পর লিখতে বসলাম। আমার আজকের লেখাটি কম্পিউটার বিষয়ে খুব এক্সপার্ট এমন কারো জন্য না, সিকিউরিটি সংক্রান্ত কিছু সহজ বিষয় নিয়ে কথা বলব যা নতুনদের কিছুটা হলেও কাজে আসবে। এক্সপার্টদের জন্য একটা প্রশ্ন রেখে যাই দেখি তো উত্তর দিতে পারেন কিনা, উত্তরটা আমি লেখার শেষের দিকে দিব, মিলিয়ে নিবেন। আপনারা নিশ্চই আপনাদের হার্ডডিস্কের সাইজ Gigabyte > Terabyte > Petabyte পর্যন্ত শুনেছেন? তারপরের সাইজগুলা কি,জানেন তো? ওকে, চিন্তা করতে থাকেন ..!! বাকিরা একটু এই দিকে আসেন-
আপনি কি আপনার হার্ডডিস্কের কিছু লক করে রাখতে চাচ্ছেন, আর তার জন্য গুগলে সফটওয়্যার খোঁজতেছেন? যদি আপনার জিনিসটি সাত রাজার ধন না হয়ে থাকে তাহলে বলব খোঁজাখুঁজি বাদ দেন, আমি আপনাদের দেখাব সফটওয়্যার ছাড়াই হার্ডডিস্কের কোন  কিছু  কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়। আর তার জন্য আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে একটি কমপ্রেসিভ জিভ ফোল্ডার বানিয়ে নিতে হবে। তার পর ফোল্ডারটি ওপেন করুন। যেটি পাসওয়ার্ড দিয়ে রাখতে চান সেটি মুভ করে ফোল্ডারে নিয়ে আসুন। নিচের ছবিটি দেখুন-


তারপর Advance এ ক্লিক করে Set Passward এ যান, তারপর যে উইন্ডো ওপেন হবে সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে Ok তে ক্লিক করুন, ব্যস হয়ে গেল।
এখন আর একটা ভিন্ন বিষয় দেখুন তো।
ধরুন, আপনার পিসিটি আপনার কোন বন্ধুকে ইউজার পাসওয়ার্ড আনলক করে ব্যবহার করতে দিলেন। আপনার বন্ধু অল্ড পাসওয়ার্ড না জেনে আপনার পিসির ইউজার পাসওয়ার্ড বদলে দিল…!! আপনি নিশ্চয়ই অবাক হলেন অল্ড পাসওয়ার্ড ছাড়া কিভাবে পাসওয়ার্ড বদলানো গেল…!! হ্যাঁ, এই ক্ষেত্রে সেটাই হয়, দেখুন কিভাবে-
প্রথমে My Computer-এর উপর মাউস নিয়ে রাইট বাটন থকে Manage-এ ক্লিক করুন। Local Users And Groups এ ক্লিক করে Users-এ ক্লিক করুন।

তারপর আপনার বন্ধুর ইউজার নামের উপর মাউসের রাইট-এ ক্লিক করে Set passward-এ ক্লিক করুন। তারপর Proceed-এ ক্লিক করুন।
এবার পাসওয়ার্ড দিয়ে Ok-তে ক্লিক করুন-
ব্যস, পাসওয়ার্ড বদলে গেল। :)
এবার এক্সপার্টদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেই-
1 Bit = Binary Digit8 Bits = 1 Byte
1024 Bytes = 1 Kilobyte
1024 Kilobytes = 1 Megabyte
1024 Megabytes = 1 Gigabyte
1024 Gigabytes = 1 Terabyte
1024 Terabytes = 1 Petabyte
1024 Petabytes = 1 Exabyte
1024 Exabytes = 1 Zettabyte
1024 Zettabytes = 1 Yottabyte
1024 Yottabytes = 1 rontobyte
1024 Brontobytes =1 eopbyte
[ This is based on the IBM Dictionary of computing method to describe the disk storage]
কোথাও ভুল হলে সংশুধন করে দিবেন প্লিজ।
ওকে আজ এই পর্যন্তই, সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন।

No comments:

Powered by Blogger.