রক্ত দিয়ে জীবন রক্ষায় এগিয়ে আসুন ----ডা.মিরাজুল ইসলাম






আপনি জানেন রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে আরেক জন মানুষকে বাচার সাহায্য করতে। কিন্তু দুঃখের ব্যাপার, প্রতিবছর বহু সংখ্যক মানুষ
মারা যাচ্ছে জরুরিমুহুর্তে প্রয়োজনীয়
রক্তের অভাবে। বর্তমানেবাংলাদেশে
একটিবার স্বেচ্ছায় রক্ত দান করে। একজন মুমূর্ষু রোগীকে তার প্রিয় জনের মাঝে সুস্থ ভাবে ফিরিয়ে আনা থেকে আনন্দের আর কিছু হতে পারে না। জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে থাকুন।

প্রতি বছর রক্তের প্রয়োজন মাত্র ৬
লাখব্যাগ। রক্তের এই চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব যদি আমাদের দেশের মোট পূর্ণবয়স্ক জনসংখ্যার মাত্র১% মানুষও বছরে

খরচেজানা যায় নিজের শরীরে বড় কোনো

#কেন_রক্ত_দান_করবেন_?
১. প্রথম এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে.

রক্তদানের জন্য এরথেকে বড় কারণ আর কি
নিজের প্রয়োজনে/বিপদেঅন্য কেউ এগিয়ে

হতে পারে।
২. হয়তো একদিন আপনার
আসবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকিঅনেক কম।

৩. নিয়মিত রক্তদানে হৃদরোগ ও

৪. নিয়মিত

রোগ আছে কিনা।যেমন : হেপাটাইটিস-বি,
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা
জীবন বাঁচানোর মতো মহান কাজ।
হেপাটাইটিস-সি, সিফিলিস,এইচআইভি
(এইডস) ইত্যাদি।
৫.দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুন বেড়ে যায়।
৬. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বাসওয়াবের কাজ। পবিত্র কোরআনের সূরা
মায়েদার ৩২নং আয়াতে আছে, ‘একজন
মানুষের জীবন বাঁচানোসমগ্র মানব জাতির

অনুভুতি আপনার মনে জাগ্রত হবে এই ব্যাপারে নিশ্চিত করছি।
৭.নিজের মাঝে এক ধরনের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন । "আমাদের ছোট পরিসরের এই জীবনে কিছুএকটা করলাম" এই



No comments:

Powered by Blogger.