কম্পিউটারকি আস্তে আস্তে কাজ করে? আপনার কম্পিউটারকে করে তুলুন দ্রুতগামী !! চিত্র সহ।
১ম ধাপ-ভিসুয়াল এফেক্ট মিনিমাইয়য
আপনার কম্পিউটারের ভিসুয়েল এফেক্ট কমিয়ে পারফরম্যান্স বাড়ানো যায়। ভিসুয়েল এফেক্ট কমাতে নিচের দেখানো মত করে কাজ করুন।
১)আপনার COMPUTER এর PROPERTIES এ ক্লিক করুন | তারপর বাম পাশ থেকে ADVANCED SYSTEM SETTING এ ক্লিক করুন।তারপর ADVANCED ট্যাব থেকে PERFORMANCE
এর
SETTING এ ক্লিক করুন।
২)তারপর VISUAL EFFECTS ট্যাব থেকে চাইলে আপনি সব আনচেক করতে পারেন। অথবা চাইলে ADJUST
FOR BEST PERFORMANCE এ ক্লিক করতে পারেন।আপনি চাইলে শেষের ৪টি ছাড়া আর সব আনচেক করতে পারেন।
৩)তারপর APPLY করে SAVE করতে পারেন।
২য় ধাপ-সাউন্ড মিনিমাইয
১) প্রথমে আপনার
স্টার্ট মেনুতে জান তারপর mmsys.cpl টাইপ করে ENTER মারুন।
২)তারপর SOUNDS ট্যাব এ ক্লিক
করুন।
৩)তারপর SOUND SCHEME এ NO SOUNDS এ ক্লিক করুন।
৪)আপনি চাইলে Play Windows Startup
sound আনচেক করতে পারেন।
৫)তারপর APPLY করে SAVE করতে পারেন।
৩)অপ্রয়োজনীয় স্টার্টআপ সফটওয়্যার ডিসাবেল করুন।
১) স্টার্ট মেনু
থেকে msconfig সার্চ করে ওপেন করুন।
২)তারপর STARTUP ট্যাবে যান।
৩)তারপর আপনার যা যা লাগবে না টা আনচেক
করুন।
৪)তারপর APPLY করে SAVE করতে পারেন।
৪)HARD DRIVE পরিস্কার করা।
১)এইখানে যান Start > All Programs > Accessories > System Tools > Disk Cleanup
২)তারপর Clean up system files এ ক্লিক করে পরিস্কার করুন আপনার পিসি।
৫)Disk Defragmentation করুন
১)এইখানে যান Start > All
Programs > Accessories > System Tools > Disk
Defragmenter
২)তারপর আপনি ড্রাইভ সিলেক্ট করে Analyze disk এ ক্লিক করুন।
৩)তারপর হয়ে গেলে Defragment disk এ ক্লিক করুন।
৪)তারপর CLOSE করে দিন।
আপনাদের জন্য আরও কিছু ভাল পোস্ট দেখতে ভুলবেন না।
আশাকরি আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত
আল্লাহ হাফেজ....................
আপনাদের জন্য আরও কিছু ভাল পোস্ট দেখতে ভুলবেন না।
আশাকরি আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত
আল্লাহ হাফেজ....................
No comments:
Post a Comment