ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করুন



        ফেসবুকের একটি একাউন্টে সর্বোচ্চ ৫ বার নাম পরিবর্তন করা যায়।
তাহলে কিভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করব লিমিট হয়ে গেলেও?

ধাপসমূহঃ

প্রথমে আপনার যেই আইডির নাম পরিবর্তন করতে চান সেই আইডিতে লগইন করুন। (পিসি কিংবা মোবাইলে, যেকোনো ডিভাইস থেকেই লগইন করতে পারেন। শুধামাত্র 0.facebook.com এই সাইটে হবে না)

> এবার এই লিংকে যান >>>  http://www.facebook.com/help/contact/245617802141709

এখানে তিনটি ঘর পাবেন নাম পরিবর্তনের জন্য:

যার মধ্যে প্রথম এবং শেষের ঘরটি অবশ্যই আপনার কাঙ্খিত নামটি দিয়ে পূরণ করতে হবে। মাঝের ঘরটিও চাইলে পূরণ করতে পারেন।

এবার “Reason For this Change”  ঘরে “Spelling Mistake” নির্বাচন করুন।

সবশেষে আপনার একাউন্টের বর্তমান প্রোফাইল পিকচারটি আপলোড করুন।

আপলোড হয়ে গেলে সেন্ড বাটনে ক্লিক করুন। একটি নিশ্চিতকরণ বার্তা আসবে।

এবার একটু সময় লাগবে নাম পরিবর্তন হতে। সর্বনিম্ন ৭২ ঘন্টা থেকে সর্বোচ্চ ১০দিন লাগতে পারে।

No comments:

Powered by Blogger.