ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করুন
ফেসবুকের একটি একাউন্টে সর্বোচ্চ ৫ বার নাম পরিবর্তন করা যায়।
তাহলে কিভাবে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করব লিমিট হয়ে গেলেও?
ধাপসমূহঃ
> প্রথমে আপনার যেই আইডির নাম পরিবর্তন করতে চান সেই আইডিতে লগইন করুন। (পিসি কিংবা মোবাইলে, যেকোনো ডিভাইস থেকেই লগইন করতে পারেন। শুধামাত্র 0.facebook.com এই সাইটে হবে না)
> এবার এই লিংকে যান >>> http://www.facebook.com/help/contact/245617802141709
> এখানে তিনটি ঘর পাবেন নাম পরিবর্তনের জন্য:
যার মধ্যে প্রথম এবং শেষের ঘরটি অবশ্যই আপনার কাঙ্খিত নামটি দিয়ে পূরণ করতে হবে। মাঝের ঘরটিও চাইলে পূরণ করতে পারেন।
> এবার “Reason For this Change” ঘরে “Spelling Mistake” নির্বাচন করুন।
> সবশেষে আপনার একাউন্টের বর্তমান প্রোফাইল পিকচারটি আপলোড করুন।
> আপলোড হয়ে গেলে সেন্ড বাটনে ক্লিক করুন। একটি নিশ্চিতকরণ বার্তা আসবে।
এবার একটু সময় লাগবে নাম পরিবর্তন হতে। সর্বনিম্ন ৭২ ঘন্টা থেকে সর্বোচ্চ ১০দিন লাগতে পারে।
No comments:
Post a Comment