আপনার নিজের ঘরই হতে পারে আপনার ইলেকট্রনিক্স ল্যাব
পোস্ট করেছেন: শফিকুল ইসলাম তারিখঃ ১৯/০১/২০১৪
লেখাটি আপনার পছন্দ হয়েছে?
ইলেকট্রনিক্স খুবই উপভগ্য একটি বিজ্ঞান। বৈজ্ঞানিক
গবেষণার অন্যান্য ক্ষেত্রে অনেক মূল্যবান যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা,
পর্যবেক্ষণ এবং কর্ম সম্পাদন করতে প্রয়োজন হয়, কিন্তু ইলেকট্রনিক্সের
ক্ষেত্রে বিষয়টি সেরকম ব্যয়বহুল নয়। সামান্য কয়েকশত টাকা খরচ করেই আপনি
নিজে নিজেই বেশ কিছু এডভান্স এবং আকর্ষণীয় প্রজেক্ট তৈরি করতে পারেন, যা
অন্যন্য ক্ষেত্রে অসম্ভব হলেও ইলেকট্রনিক্সের ক্ষেত্রে খুবই সম্ভব। মাত্র
কয়েক হাজার টাকা খরচ করে নিজের চির চেনা ঘরটিকেই রূপান্তরিত করতে পারেন
একটা ইলেকট্রনিক্স ল্যাবে, এজন্য আপনার প্রয়োজন হবে একটি ছোট কার্য
সম্পাদনের টেবিল বা ওয়ার্ক এরিয়া, কিছু যন্ত্রপাতি, কিছু পর্যবেক্ষণ ডিভাইস
এবং রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা ।
কার্য সম্পাদনের টেবিল বা ওয়ার্ক এরিয়া
প্রয়োজনীয় যন্ত্রাংশ
পর্যবেক্ষণ ডিভাইস
রেগুলেটেড পাওয়ার সাপ্লাই
ইলেকট্রনিক্স ল্যবের অপরিহার্য অংশটি হল
রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স ডিভাইস সমূহ বিভিন্ন
ধরণের পাওয়ার কতৃক পরিচালিত হয়। এজন্য সার্কিট এনালাইসিসে ভেরিয়েবল
রেগুলেটেড
পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। কম খরচে ভেরিয়েবল রেগুলেটেড পাওয়ার
সাপ্লাইয়ের জন্য 3v-12v এডাপটার এবং ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করা
যেতে পারে, তাছাড়া বাজারে বর্তমানে কম খরচে ভেরিয়েবল রেগুলেটেড পাওয়ার
সাপ্লাই ইউনিট পাওয়া যায়।
এছাড়াও আপনার পারসনাল কম্পিউটারটিও
আপনার ল্যাবের একটা অপরিহার্য উপাদান। এর মাধ্যমে আপনি লে-আউট ডিজাইন,
সার্কিট সিমুলেশন, মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং ইত্যাদি কাজ সহজেই করে
নিতে পারবেন।
আশাকরি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। কোন ধরনেন কোন জিজ্ঞাসা থাকলে comment করে জেনে নিতে পারেন।
আল্লাহ হাফেজ....................
No comments:
Post a Comment