অরিজিনাল এবং ক্লোন Samsung Galaxy S4 কিভাবে চিনবেন??
Shafiqul Isalm। ৫৭০ বার পঠিত
বর্তমান সময়ের স্মার্টফোন নিয়ে কিছু বলতে গেলেই প্রথমে আসে Samsung এর কথা। কারন Samsung এর গেলাক্সি সিরিজ এর ডিভাইস গুলো স্মার্টফোন পরিবারে যোগ
করেছে ভিন্ন এক মাত্রা। বিশ্বব্যাপী
Samsung মোবাইল এর সেল হচ্ছে অধিক হারে। আর এই সুযোগ টা নিয়ে কিছু লোকাল
কোম্পানি ক্লোন এবং রেপ্লিকা বানাচ্ছে Samsung এর। এবং খুব
মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকে সেই ক্লোন ডিভাইস গুলোই কিনতেছি অরিজিনাল ডিভাইস এর
দামে। কিনবেন না ই বা কেন!! আপনি তো জানেনই
না কোনটা আসল কোনটা নকল!! কারন অরিজিনাল এবং ক্লোন এর মধ্যে নরমাল চোখে আপনি কোন
পার্থক্য খুজে পাবেন না এমনকি মোবাইল এর সফটওয়্যার এর মধ্যেও। তবে পার্থক্য অবশ্যই আছে। আর সেগুলই আজ দেখাবো আমি… আজকের এই পর্বে দেখাবো কিভাবে আপনি Original কিংবা Clone Samsung Galaxy S4 চিনবেন। যদিও এটা স্পেশিয়ালি এস৪ এর জন্যে
লিখা তবে এই পদ্ধতিতে প্রায় সকল স্যামসাঙ গেলাক্সি সিরিজ এর ডিভাইসই চিনতে পারবেন। তো চলুন শুরু করা যাক…
clone samsung s4 Physical
differences: ক্লোন
এবং নকল ভার্সন এর এস৪ আপনি নরমালভাবে দেখলে দেখবেন সম্পূর্ণ একই রকম। তবে যদি একটু ভালো করে খেয়াল করে
দেখেন তাহলে পার্থক্য পাবেন। তবে যদি আসলটি নাই দেখেন তাহলে পার্থক্য পাবেন ক্যামনে! তাই নিচের
ছবিতে দেখতে পারেন। ভালো করে
তাকিয়ে দেখুন এটি একটি নকল গেলাক্সি এস৪ । গেলাক্সি এস৪ ডিভাইসটি 5-inch ডিসপ্লে নিয়ে গঠিত। নিচের ছবিতে এটাও ৫ইঞ্চি। তবে খেয়াল করে দেখুন স্ক্রিন এর চারপাশে একটু কালো রকমের লেয়ার
দেখা যাচ্ছে যা অরিজিনাল এ থাকবে না। এচারাও স্ক্রিন এর দু পাশে যতটা সাদা যায়গা বাকি থাকছে এটা
অরিজিনাল এ থাকবে তবে খুব ই পাতলা এবং চিকন করে থাকবে। তার মানে ডিসপ্লে সাইজ ৫ ইঞ্চি হলেও
স্ক্রিন কিন্তু ৫ ইঞ্চি না! অরিজিনাল এ আপনি এক্সাক্টলি ৫ইঞ্চি স্ক্রিনই পাবেন।
নকল মোবাইল এবার আসি আরেকটি
হার্ডওয়্যার এ । হোম বাটন
টি খেয়াল করে দেখুন কোথায় আছে! অরিজিনাল ভার্সন এ হোম বাটন টি স্ক্রিন এর নিচে খুব
কাছাকাছি থাকবে। কিন্তু
নকল ভার্সন এ দেখবেন একটু নিচে আছে যা নরমালি বুঝা যাবেনা তবে খেয়াল করলেই পাবেন
পার্থক্য টা দেখতে। এবার আসি
উপরে যে Samsung
Logo দেখতে পাচ্ছেন সেখানেও খুত আছে। অরিজিনাল Samsung এর প্রিন্ট করা লোগো টি দেখতে এমন
হবেনা এস৪ এ। আর যদি
হয়ও তাহলে দেখবেন যে স্ক্রেচ করলে লোগো টা অনেকটা উঠে যাচ্ছে কিংবা কেমন ঘোলা হয়ে
যাচ্ছে। যেমন
নিচের ছবিতে দেখুন স্ক্রেচ করে লোগো উথিয়ে ফেলা হয়েছে যা অরিজিনাল এস৪ এ আপনি
পারবেন না তবে দা কাচি কিংবা ছুরি দিয়ে স্ক্রেচ করলে তো অবশ্যই পারবেন!
GalaxyS4 এখন প্রশ্ন করবেন কারা বানাচ্ছে এসব ? কারা সেল করছে?? অনেক কোম্পানি আছে এসব ডিভাইস বানাছে। তার মধ্যে বেস্ট হল HDC . HDC এর বানানো ক্লোন গুলো আমারই কষ্ট হয়ে
যায় নরমালভাবে আসল নকল বুঝতে । এমন কি তাদের বানানো ডিভাইস এ Made in Korea By Samsung ও লিখা থাকবে যদিও তা চিনা তে বানানো
হয়েছে। অনেকে
ভাবেন চিনা তে বানানো সবই খারাপ এবং কমদামি।
তবে মজার ব্যাপার অরিজিনাল ডিভাইস ও এখন চিনা তে বানানো হয় কারন
একটাই শ্রমিক খরচ অনেক কম চিনা তে। যারা আইফোন আমেরিকান বলে লাফান তাদের বলছি একবার আইফোন এর পিছনে
খেয়াল করে দেখবেন সেটাও যে চিনা তে বানানো হয়েছে তা স্পষ্ট লিখা আছে। সুতরাং চিনা আর কোরিয়ান আসল ব্যাপার
না, ফেক্ট হল আসলটি চিনে কিনতে পারা। এখন প্রশ্ন করতে পারবেন বাংলাদেশ এ
কারা এসব নকল ডিভাইস গুলো সেল করছে?? ভাই আমি নাম বলতে চাই না, তবে বাংলাদেশ এর অনেক বড় বড় দোকান এবং শোরুম এ আসলের এর সাথে মিক্স
করে নকল গুলোও সেল করছে । কিছু
উল্লেখযোগ দোকান আছে যেখান থেকে আপনারা চোখ বন্ধ করে এতদিন কিনে এসেছেন আসল ভেবে, তবে তারাও কিন্তু নকল ও সেল করছে। তাহলে আসল পাবো কই?? ভাই আপনি নিজেই তো ভেজাল এ ভরপুর!
সুতরাং আসল কোথায় পাবেন তা বলা কষ্ট তবে এই পোস্ট এ লিখা টেস্ট গুলো করে যাচাই করে
কিনুন তাহলে গুলিস্তান পাতাল মার্কেট থেকে কিনলেও আসল পেতে পারেন।
তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ...........








No comments:
Post a Comment