সফটওয়্যারছাড়া যে কোন মোবাইল দিয়ে বাংলা লিখুন অনায়াসে!!!
“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন?আলহামদু লিল্লাহ আমিও ভালো আছি।আর আপনাদের সাখে আছি শফিকুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আমাদের অনেক সময় মোবাইল দ্বারা বাংলা লিখার দরকার হয় কিন্তু সব মোবাইল দিয়ে বাংলা লিখা যায় না, বিশেষ করে বিদেশ থেকে যে সেট গুলো আনা হয় বা উপহার পাওয়া যায় সেগুলুতে বাংলা সাপোর্ট করে না তাই বাংলা লিখাও যায় না,তাই আজ আমি আপনাদের সবার সুবিধার জন্য আপনাদের একটি লিঙ্ক দিব অর্থাৎ একটি ওয়েবসাইট এর ঠিকানা দিব যেখানে আপনি বাংলিশ(বাংলা কে ইংরেজি অক্ষর দ্বারা লিখা)লিখবেন তারপর আপনার লিখা শেষ হলে কনভার্ট লেখাতে ক্লিক করবেন তারপর নিচে একটি বক্সে আপনার বাংলিশ টাইপ করা লেখা গুলো বাংলায় আসবে তারপর আপনি কপি করে নিএ আসুন এবং যেখানে দিতে চান সেখানে পেস্ট করুন।সব কাজ সার্ভারেই হয়ে থাকে বিধায় যেকোনো মোবাইলেই বাংলা লেখা সম্ভব। এর জন্য জাভাস্ক্রিপ্ট সমর্থিত ব্রাউজারের প্রয়োজন নেই। কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার না করেই মোবাইলে বাংলা লিখুন । এখানে আরও একটি সুবিধা আপনি পাবেন তাহল আপনি চাইলে লিখাটাকে ফেসবুক বা টুইটার এ সরাসরি পাঠাতে পারেন।প্রথম ব্যবহারের সময় ফেসবুক অ্যাপ্লিকেশান আপনার অ্যাকাউন্ট-এ পোস্ট করার অনুমতি চাইবে।
Allow তে ক্লিক করুন। এই ধাপটি পরবর্তীতে আর আসবে না। এছাড়া Output Box থেকে রূপান্তরিত বাংলা কপি করে যে কোন ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। এই সাইট টি অনেক জনপ্রিয় তাই অনেকে হয়ত ইতিপূর্বে জেনে থাকতে পারেন তাই আমার মনে হয় তাঁরা এই পোস্ট টি না দেখলেও পারেন।আমার একটি মোবাইলেও বাংলা সাপোর্ট করে না তাই যদি মোবাইল দ্বারা বাংলা লিখার দরকার হয় তাহলে এই সাইট থেকে লিখি।
যারা বাংলা লিখতে চান তাঁরা এখানে ক্লিক করুন।
আমার মনে হয় আর কিছু বলতে হবে না কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
[আমি এই পোস্ট গুলো কারি আপনাদের উপকারের জন্য আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক]
আজ এ পর্যন্তই জানি না আজকের এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে।আমি চেষ্টা করেছি আপনাদের ভাল লাগাতে।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
==================================================================
সবাই ভাল থাকুন,ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
===============================================================
No comments:
Post a Comment