সফটওয়্যার ছাড়াই আপনার ল্যাপটপ কম্পিউটার কে ওয়াই ফাই হটস্পট নেটওয়ার্ক বানান


এখানে উপরে দেখবেন Add-লিখা আছে। Add-এ ক্লিক করুন—

এরপরে “Create an ad hoc netwonks”-এ ক্লিক করুন



 ওয়াই ফাই হটস্পট নেটওয়ার্ক বানাতে ওয়াই ফাই সার্পোট করে এমন একটি ল্যাপটপ লাগবে ( কম্পিউটার এর  জন্য ওয়াই ফাই Device  কিনতে পারেন)।
আমি Windows 7-এ এটি করেছি, XP-র টা বলতে পারব না।
প্রথমে আপনার ল্যাপটপ-কম্পিউটার এ ইন্টারনেট Connect করুন।
এরপর Start-এ ক্লিক করে Control Panel-এ যান, তারপর “Network Sharing Center”-এ ক্লিক করুন নিচের ছবির মত-

এরপর উপরে বাম পাশে Manage Wireless Networks-এ ক্লিক করুন—



এইবার Next-এ ক্লিক করুন–
এখন Network Name-এর জায়গায় আপনার নাম বা যেকোন একটি নাম দিন, Security Type-এ জায়গায় যেকোন একটি Select করুন, এখানে Open Select-করলে আপনাকে কোন কোড দিতে হবেনা, এটি সবাই ব্যবহার করতে পারবে। কিন্তু আপনি যদি WEP/WAP2 Select করেন তাহলে আপনাকে আপনার পছন্দ মত একটি কোড দিতে হবে, ঐ কোড আপনি যাদের জানাবেন শুধু তারাই আপনার Share-কৃত Wi-Fi Network-ব্যবহার করতে পারবে। এরপর Save this Networks-এ টিক চিন্হ দিয়ে Next ক্লিক করুন—

এরপর Turn on Internet Connection Sharing-এ ক্লিক করুন—

এখন কিছুক্ষণ অপেক্ষা করুন, Then “Internet Connection Sharing enabled”-লিখা আসবে, তারপর Close-এ ক্লিক করুন—

এইবার নিচের ছবির মত ১ ও ২ নম্বর এ ক্লিক করে মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা।

এরপর অন্য ল্যাপটপ /কম্পিউটার /মোবাইল থেকে Search করলে আপনার তৈরি করা Wireless Connection-টি পাওয়া যাবে, তারপর Connect করে Internet ব্যবহার করতে থাকুন।
কোন সমস্যা হলে আমার ফেসবুক/স্কাইপি-তে যোগাযোগ করতে পারেন।

  • স্কাইপিঃ arfatctg
ওয়াই ফাই হটস্পট নেটওয়ার্ক

No comments:

Powered by Blogger.