বইঃ দু’আ কবুলের শর্ত





প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না


রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-


সংক্ষিপ্ত বর্ণনাঃ  ‘দু’আ ইবাদাতের মগজ।’ ইবাদাতের মধ্যে বক্তব্য জাতীয় যা আছে তাঁর অধিকাংশই দু’আ জাতীয়। সে দু’আ মহান আল্লাহ অথবা মহানবী (সা) কর্তৃক শিখানো। সুতরাং দু’আ কবুল হওয়াটাই স্বাভাবিক। তবুও দু’আ কবুলের কিছু শর্ত আছে। যা পাওয়া না গেলে দু’আ কবুলের আশা করা যায় না।মুহাম্মদ মুকাম্মাল হকের সংকলিত  “দু’আ কবুলের শর্ত” বইটিতে দু’আ কবুলের সে বিষয়গুলো প্রমাণ ভিত্তিক আলোচনা করা হয়েছে। সে ভিত্তিতে মহান আল্লাহ তাআলার কাছে দু’আ করা হলে সে দু’আ মহানবী (সা) ঘোষিত তিন অবস্থায় যে কোনো এক অবস্থায় কবুলের আশা করা যায়। যথা- ১. তাৎক্ষণিক দু’আ কবুল, ২। বালা-মুসিবত না আসা, ৩। কিয়ামতে প্রাপ্তি। বইটি পাঠান্তে পাঠক দু’আ কবুলের সঠিক পথ বলে আসা করা যায়।
বইটির উল্লেখযোগ্য আলোচিত বিষয়সমূহের অন্যতমঃ
  • তাওহীদ
  • শিরক
  • বিদআত
  • চার মাযহাব
  • ইমামদের ফতোয়া কি হাদিস বিরোধী হতে পারে?
  • আল্লাহর অবস্থান
  • কেন দু’আ কবুল হয়না।
দু’আ কবুলের শর্ত – QA Server
দু’আ কবুলের শর্ত – Mediafire

'আপনিও হোন ইসলামের প্রচারক' 
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে 
আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

No comments:

Powered by Blogger.