গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা



গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করলেন দেশটির প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ বিবেচনায় আমি গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করছি। 
ঔপনিবেশিক অতীত ভুলতে পশ্চিম আফ্রিকার সাবেক ধর্মনিরপেক্ষ দেশটির এ রাষ্ট্রীয় পরিচয় ঘোষণা করেন তিনি। তিনি বলেন, ‘যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মুসলিম। তাই গাম্বিয়া ঔপনিবেশিক ধারা অনুসরণ করতে পারেনা। ’ দেশটির ১৮ লাখ জনসংখ্যার ৯৫ শতাংশই মুসলিম। সংখ্যালঘুরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারবে বলেও আশ্বাস দেন তিনি। ব্রিটেনসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকলেও বিগত কয়েক বছরে তার অবনতি ঘটেছে।- রয়টার্স ১৩, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

No comments:

Powered by Blogger.