ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত। জেনে নিন বিস্তারিতভাবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর সবার স্বপ্নের বিদ্যাপীঠ প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মধ্য থেকে মাত্র কয়েক হাজার মেধাবী ছাত্রছাত্রী এখানে ভর্তির সুযোগ

পান। বাকিদের স্নাতক পর্যায়ে দেশের বিভিন্ন সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়।
স্নাতক ডিগ্রি অর্জনের পরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেকোনো শিক্ষার্থীর জন্যই উচ্চশিক্ষার স্বপ্নের গন্তব্য। অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়া শেষ করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ে অনেকগুলো বিষয়ে পড়ার সুযোগ আছে। শুধুমাত্র পেশাগত জীবনেই এই ডিগ্রি কাজে লাগছে তা নয় বরং এসব ডিগ্রি নিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছেন। জেনে নিন এ বিষয়ে বিস্তারিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাচ্যর অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (dhaka university) এই আকর্ষণীও ডিগ্রি অর্জনের সুযোগ সবার জন্য উন্মুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে এমবিএ(MBA), এমএ(MA), এমএসএস(MSS), এমএসসি(MSc) ডিগ্রির জন্য স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হওয়ার সুযোগ উন্মুক্ত। এক বছর অথবা দুই বছর মেয়াদি বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে (dhaka university masters admission) ভর্তির সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সাধারণ অথবা সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ আছে।

যে সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ আছে
• মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট
• মাস্টার্স অব প্রোফেশনাল অ্যাকাউন্টিং
• সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ইভিনিং মাস্টার্স প্রোগ্রামের এক বছর মেয়াদি এমএসএস কোর্স
• মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস
• ইভিনিং এমএড (এক বছর অথবা দুই বছর)
• এমএস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট
• তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ইভিনিং এমএ(মেয়াদ দুই বছর)
• এক্সিকিউটিভ এমবিএ
• মাস্টার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং
• মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ
• এমএস ইন ওশানোগ্রাফি
• এমএস ইন রিনিউয়েবল এনার্জি
• মাস্টার্স অব পপুলেশন সায়েন্স(মেয়াদ দুই বছর)
• মাস্টার্স ইন জাপানীস স্টাডিস
• মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স ইন টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ
• ইভিনিং ও সাধারণ এমবিএ
• মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি
• সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
• এমএসএস ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি(মেয়াদ দুই বছর)

মাস্টার্স কোর্সে ভর্তির জন্য প্রাথমিকভাবে যে যোগ্যতা থাকা আবশ্যক
দেশি অথবা বিদেশি সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে দ্বিতীয় শ্রেণি অথবা ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে ভর্তির প্রাথমিক যোগ্যতা হিসাবে। তবে বিভাগভেদে সিজিপিএতে কমবেশি হতে পারে। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে আবেদনের জন্য মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের প্রাপ্ত সিজিপিএর যোগফল ন্যূনতম ৭ হতে হবে। বিশেষায়িত অথবা কারিগরি বিভাগের পরীক্ষার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

মাস্টার্সের পড়াশোনার খরচ
বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার খরচ বিভিন্ন। কোর্স এবং বিভাগ অনুসারে পড়াশোনার খরচ ৫০ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত হতে পারে।

স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি প্রক্রিয়া
প্রথমত আপনাকে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বছরে দুইবার অথবা তিনবার, ডিসেম্বর এবং জুন মাসে জাতীয় দৈনিক পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি দেয়া হয়। ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট বিভাগ বা ব্যাংক এর নির্দিষ্ট শাখা থেকে নির্দিষ্ট ফি জমা করে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। প্রতি সেশনে বিভিন্ন বিভাগে সাধারণত ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তি পরীক্ষায় সাধারণত নির্ধারিত বিষয়ের প্রশ্নের পাশাপাশি ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়।

বিস্তারিত জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন বিভাগ বা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ univdhaka.edu
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজঃ facebook.com/univdhaka.ac.bd

No comments:

Powered by Blogger.