আপনার মোবাইলে বাংলা লেখতে বা দেখতে সমস্যা হচ্ছে?যেকোন মো্বাইলে বাংলা লেখা ও দেখার সহজ উপায়!!!







السلام عليكم                          
 আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মোবাইলে ইন্টারনেট ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছেসেই সাথে বাড়ছে বাংলা ওয়েবসাইটের সংখ্যাও। কিন্তু মোবাইলে বাংলা ওয়েবসাইট ঠিকমত দেখা যায় নাতবে যারা জাভা সমর্থিত মোবাইল ব্যবহার করেন অথবা যারা এন্ড্রয়েড অখবা আইফোন (আইওএস) সমর্থিত মোবাইল ব্যবহার করেন, তারা অপেরা মিনি ওয়েব ব্রাউজার ব্যবহার করে বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন এজন্য প্রথমে অপেরা মিনি বিশ্বব্যাপী জনপ্রিয় সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন পিসি থেকে ডাউনলোড করার জন্য www.opera.com- গিয়ে Download for Phones-এ ক্লিক করুন, তারপর Download wizard-এ ক্লিক করুনএরপর আপনার হ্যান্ডসেটের মডেলটি পছ্ন্দ করে, ডাউনলোডে ক্লিক করুন আবার আপনি চাইলে এটি মোবাইল থেকেও ডাউনলোড করতে পারেন-এজন্য মোবাইলের ব্রাউজারে গিয়ে লিখুন m.opera.com তারপর আপনি আপনার পছন্দের ভার্সনটি ডাউনলোড করুনডাউনলোডের কাজ শেষ করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন দুইভাবেই দেয়া হলো:

01. start opera mini
02. write OPERA:CONFIG into the address bar then press enter
003. find out the option > Use Bitmap font for complex script (actually সব শেষের option টা)
04. make it Yes if it is NO 05. after that "Save" 06. enjoy বাংলা !!!

বিকল্প পদ্ধতি: এবার অপেরা মিনি চালু করে Menu > Tools > Settings এ যান এবং Font size Large নির্বাচন করুন এবং Mobile view সক্রিয় করে সেভ করুনএরপরে ব্রাউজারের এড্রেসবারে about:config লিখে এন্টার করুন তাহলে Power-User settings আসবেএখানে User bitmap fonts for complex scripts অপশনের No আছে যা পরিবর্তন করে Yes করুন এবং সেভ করুনব্যাস এবার ইউনিকোড সমর্থিত যেকোন ওয়েবসাইট ব্রাউজ করে দেখুন তা দেখা যাচ্ছে
আশাকরি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের কেমন লাগল জানাবেন তাহলে কষ্ট সার্থক হয়েছে বলে মনে একটু শান্তি পেতে পারি। সবাই নামায কায়েম করুন আর হক্বের উপর থাকুন। আশাকরি আমাদের সাথে থাকবেন আরো নতুন নতুন জিনিস জানাবো আপনাদেরকে। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ//////////////// 

No comments:

Powered by Blogger.