খুব সহজেই Run কমান্ড আনুন আপনার উইন্ডোজ 7 এর স্টার্ট মেনুতে (সাথে শর্টকাট ফ্রী)
“বিসমিল্লাহহির রাহমানির রাহিম”
আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালই আছেন। সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।আজ আপনাদের যে বিষয়ে বলবো সেটা বেশিরভাগ মানুষই জানে। কিন্তু বেশিরভাগ জানলে তো আর হবে না। কারন আমাদের উদ্দেশ্য সবাইকে জানানো। তাই আজ আপনাদের বলবো কিভাবে Windows 7 এ Start Menu তে Run আনবেন।
প্রতিদিন পিসি ব্যবহার করার সময় অনেক বার আমাদের Run কমান্ড এর প্রয়োজন হয়। কিন্তু Windows 7 এ সাধারনত Start Menu তে Run থাকে না। আপনি যখন প্রথমবার Windows 7 সেটআপ দিয়েছিলেন তারপর এমন দৃশ্য দেখে নিশ্চয়ই আপনার অনেক রাগ হয়েছিল।
তাই এটাকে ম্যানুয়ালি আনতে হয়। কাজটা খুব বেশি সহজ। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাকে করতে হবে
১. প্রথমে Taskbar এ মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করুন। তারপর Properties এ ক্লিক করুন। টাস্কবার অ্যান্ড স্টার্ট মেনু প্রপার্টিজ এর ডায়ালগ বক্স আসবে।
২. সেখান থেকে Start Menu ট্যাবটিতে ক্লিক করুন। এরপর এমন দেখতে পাবেন। এখান থেকে Customize এ ক্লিক করুন।
৩. এখান থেকে শেষের দিকে Run command খুজে পাবেন। আর খুজে পাবা মাত্রই টিক মেরে দিন।
৪. এবার OK করুন তারপর Apply করে আবার OK করুন।
ব্যাস খেল খতম। এখন Start Menu তে গিয়ে দেখুন আপনার অতি প্রয়োজনীয় Run command টি চলে এসেছে।Run এর শর্টকাট চাইলে এখান থেকে নিতে পারেন।
http://www.mediafire.com/download/r9rlj82mhw8to2c/Run+shortcut+by+Bangladeshi+Zarif.zip
আর হ্যা কষ্ট করে পোস্টটি যখন পড়লেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না।আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন।
No comments:
Post a Comment