আজেবাজে সাইটবন্ধ করুন আপনার ফায়ারফক্স-এ ছোট্ট একটি অ্যাড-অন দিয়ে
বেশ কিছুদিন আগে থেকেই আমি আজেবাজে সাইট বন্ধ করার জন্য একটি সহজ ও ভালো অ্যাড-অন খুজছিলাম। কিন্তু, কোনভাবেই ভালো কোন সফটওয়্যার বাঁ অ্যাড-অন খুঁজে পাইনি। কিন্তু, ধৈর্য না হারিয়ে আমি অবিরাম খুঁজেছিলাম এরকম একটি অ্যাড-অন। আমার চেষ্টা বৃথা যায়নি।
আমি অনেক চেষ্টার পর খুঁজে পেয়েছি ‘Block Site’ নামের একটি অ্যাড-অন। এই অ্যাড-অনটি সহজেই ব্যাবহার করা যাবে আপনার ফায়ারফক্স ব্রাউজার-এ।
প্রথমে এই লিংক থেকে অ্যাড-অনটি আপনার ফায়ারফক্স এর জন্য ডাউনলোড করে নিন। এরপর ইন্সটল করুন। আপনার ফায়ারফক্স ব্রাউজারটি রি-স্টার্ট করুন। এরপর আবার চালু করুন। ‘মেন্যু’ থেকে Add-ons অপশনটিতে ক্লিক করুন। দেখবেন ‘Block Site’ নামে একটি অ্যাড-অন ইন্সটল করা হয়েছে। অ্যাড-অন টিতে ক্লিক করুন। এরপর Add-এ ক্লিক করুন। যেই সাইটটি আপনি ব্লক বা বন্ধ করতে চান সেটির অ্যাড্রেস নির্দিষ্ট জায়গায় লিখুন বা কপি-পেস্ট করুন।ব্যাস! আপনার কাজ শেষ। আর ওই সাইটটিতে ঢোকা যাবে না! ঢুকতে গেলেই দেখবেন ডিজেবল করা হয়েছে।
আশা করি, পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আপনার মতামত জানান কমেন্ট করে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ হাফেজ................
No comments:
Post a Comment