ফায়ারফক্স এরকিছু অতি প্রয়োজনীয় অ্যাড-অনস ।
সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম । আশা করি আপনাদের কাজে আসবে। আর আপনাদের সাথে আছি শফিকুল ইসলাম।
|
১. WOT – Safe Surfing – আমার মতে ফায়ারফক্স এর যতগুলো অ্যাড-অনস আছে তার মধ্যে এইটা সর্বশ্রেষ্ঠ । তাই এইটা নিয়েই আগে লেখলাম । এই অ্যাড-অন এর কাজ হল আপনি যে ওয়েবসাইট এ যান টা কতটা বিশ্বাস যোগ্য তা দেখানো । এই অ্যাড-অন টির সারা বিশ্বে প্রায় 1,491,826 জন ইউজার আছে । আর মিলিওন খানেক মানুষের মতামত নিয়ে একটি সাইট সম্পর্কে আপনাকে জানায় । এমন কি গুগল সার্চ এ যেসব লিঙ্ক আসে সেগুলো বিশ্বাস যোগ্য কিনা অথবা স্প্যামি সাইট কিনা তার সম্বন্ধে রেটিং প্রদান করে । কোনও ওয়েবসাইট এর পাশে যদি সবুজ বৃত্ত আকারে থাকে তাহলে ধারনা করে নিন সাইট টি বিশ্বাস যোগ্য । আবার লাল বৃত্ত থাকলে ধরে নিতে হবে সাইট টি বিশ্বাস যোগ্য নয় । অনেক মানুষের রেটিং এর উপর নির্ভর করে যেহেতু এই অ্যাড-অন টি রেটিং প্রদান করে তাই আপনি নির্দ্বিধায় এর উপর বিশ্বাস রাখতে পারেন । এই অ্যাড-অন সম্পর্কে আরও জানতে এই লিঙ্ক এ যান ।
২. Adblock Plus - এটিও ফায়ারফক্স এর একটি অসাধারন অ্যাড-অন । এটি ফায়ারফক্স এর সবচেয়ে জনপ্রিয় অ্যাড-অন । আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট এর অ্যাডভার্টাইজমেন্ট / ট্র্যাকিং / ব্যানার এর দ্বারা বিরক্ত????? তাহলে এই অ্যাড-অন টি আপনার জন্যই । 13,287,756 জন ইউজার আছে এই অ্যাড-অন টির । এটি সম্বন্ধে আরও জানতে এবং ডাউনলোড করে ফায়ারফক্স এ অ্যাড করে নিতে এই লিঙ্ক এ যান।
৩. Easy YouTube Video Downloader – নাম শুনেই বুঝতে পারছেন ইউটিউব এর ভিডিও ডাউনলোড সংক্রান্ত এর কাজ । হ্যাঁ ঠিক এ ধরেছেন । IDM থাকলে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করা সহজ আর এই Easy YouTube Video Downloader থাকলে ডালভাত! এইটা আমার কথা না । বিশ্বাস না হলে বাকি 1,932,342 জনকে জিজ্ঞেস কইরা দেখেন যারা এই অ্যাড-অন ইউজ করছে ! ইউটিউব এর ভিডিও দেখার সময় ভিডিওর নিচেই পাবেন ডাউনলোড করার অপশন । আর ভালো দিক তা হল যেকোনো ভিডিও কে আপনি M4A, MP3, MP4, AAC, FLV এবং HD format এ ডাউনলোড করার অপশন পাবেন (এইটা IDM এ নাই !) । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৪. Google Translator for Firefox – এই অ্যাড-অন টি অনেক কাজের । যেকোনো পেজ এর যেকোনো অংশ / পুরা পেজ যেই ল্যাঙ্গুয়েজ এই থাকুক না কেন, যদি আপনার ফায়ারফক্সে এই অ্যাড-অন টি থাকে তাহলে আর কোনও চিন্তা নেই । পুরা ওয়েবপেজ বা এর কিছু অংশ যে ভাষাতেই লেখা থাকুক না কেন তা সহজেই ইংলিশ, বাংলা বা অন্য যেকোনো ল্যাঙ্গুয়েজ এ ট্রান্সলেট করে দেখতে পারেন । আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই অ্যাড-অন টি অনেক কাজের । যদি এটি আপনার ফায়ারফক্স এর সাথে যোগ না করেন তাহলে বিরাট ভুল করলেন ! বিস্তারিত জানতে এখানে যান ।
৫. Proxtube- Unblocks YouTube – এর বিবরন এ বলছে যে এটি ফায়ারফক্স এর বিল্ট ইন প্রক্সি যাতে আপনি সহজে YouTube এ ঢুকতে পারবেন । আমি নিজে এখনও এটি ইউজ করি নি তাই বিশেষ কিছু বলতে পারলাম না । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৬. PDF Download – যেকোনো ওয়েবপেজ কে সেভ করুন PDF আকারে! অথবা কাউকে ইমেইল করুন । এই অ্যাড-অন টি অনেক কাজের। আপনি ও ট্রাই করে দেখুন । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৭ . Bitdefender QuickScan – বিশ্বের ১ নং অ্যান্টিভাইরাস দিয়ে খুব সহজে আপনার পিসি এর একটি QUICK SCAN করিয়ে নিতে পারবেন এর অ্যাড-অন এর মাধ্যমে । রিভিউ গুলো পড়ে ভালই মনে হল। তাই আপনি ট্রাই করে দেখতে পারেন এটি । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান।
৮. ScoreWatch – এই অ্যাড-অন তা আমার মতো ক্রিকেটপাগল মানুষ আছেন যারা তাদের জন্য ! স্কোর দেখতে আপনাকে বারবার টিভি বা ক্রিকইনফো তে ঢুকতে হবে না। আপনার অ্যাড-অন বারেই স্কোর দেখতে পারবেন । উইকেট পড়লে সাথে সাথে অ্যালার্ট পেয়ে যাবেন । আর আমাদের দেশের খেলা দেখাবে কিনা তা নিয়ে চিন্তিত???? ১ম শ্রেণীর ক্রিকেট থেকে শুরু করে সকল আন্তর্জাতিক ম্যাচ এর খবর জানতে পারবেন আপনি এর মাধ্যমে । দেরি না করে ডাউনলোড করতে এখানে যান ।
আমার কাছে যে অ্যাড-অন গুলো ভালো লেগেছে সেগুলোর মধ্যে থেকে কয়েকটির নাম আজকে জানালাম। এটি সম্পূর্ণই আমার নিজের পছন্দ । তাই আপনাদের অনুরোধ করব এই পেজ এ গিয়ে নিজের ইচ্ছা মত অ্যাড-অন , থিম ও অন্যান্য বিভাগ গুলো থেকে আপনার পছন্দ মত জিনিস নিয়ে সাজিয়ে নিন আপনার ফায়ারফক্স কে।আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার একটুও কাজে লেগে থাকে, তাহলে কমেন্ট এর মাধ্যমে জানালে খুশি হব। আপনাদের কমেন্ট থেকেই আমরা উৎসাহ পাই।
পোস্ট টি সর্বপ্রথম এই ব্লগ এ প্রকাশিত হয়েছিল ।
আজ এ পর্যন্ত আশাকরি আপনারা থাকবেন shafiqultutorial.blogspot.com -এর সাথে তাই "নিজে জানুন অন্যকে জানান" -এই প্রতিপাদ্য নিয়ে আজকের জন্য বিদায়।
আল্লাহ হাফেজ.......................
লেখক: শফিকুল ইসলাম
No comments:
Post a Comment