আপনার ব্যবসাকে করে তুলুন সম্পূর্ণ অনলাইন

সালাম। শুরুতে আমার শুভেচ্ছা নিবেন । আমার এই লেখাটি মূলত ব্যবসায়ীদের জন্য যাদের কম্পিউটার কিংবা ইলেকট্রনিক্সের দোকান আছে।

আমরা অনেকেই বিভিন্ন সুপার শপে দেখি একটি বারকোড স্ক্যানারের সাহায্য বিলার বিল করে। এর ফলে দোকানের সফটয়ারে ডাটা যুক্ত হয়ে যায়, তখন মালিক দিনের শেষে কিংবা মাসের শেষে দেখে তার মোট বিক্রি কত, লাভ কত, ক্রয়কৃত পন্যের হিসাব,ইত্যাদি এই ধরনের সফটওয়ার সাধারন ব্য্যবহুল হয়। অনেক টাকার ব্যপার। তাছাড়া ব্যবহার করতেও ঝামেলার শেষ নেই।
আজ আমি আপনাদের এমন একটি সফটওয়ারের সন্ধান দিব যা ব্যবহার করে আপনি আপনার মনের খায়েস মিটাতে পারবেন। প্রথমেই এর সুবিধাসমূহ দেখা যাক
  • এটি সাধারনত দুই ভাগে বিভক্ত। একটি হল ছোট দোকান্দারদের জন্য। অপরটি হল অনেক দোকান আছে তাদের জন্য।
  • কিছু সুবিধা ব্যতিরেকে উভয়ের জন্য কাজের কাজি সফটয়ারটি
  • এর মাধ্যমে আপনি প্রথমে আপনি যে পন্যটা কিনবেন তার একটি ডাটা তৈরি
  • করবেন।
  • তারপর পাইকারি থেকে কিনলে সেখানে বলে দিবেন কত টাকা দিয়ে কিনছেন এবং কত টাকায় সেল করবেন।
  • ধরুন আপনি একটা পন্য কিনলেন ৫০ পিচ। বললেন যে ২ পিচ হলে আপনাকে যেন জানায়, তখন সফটয়ারটি আপনাকে বলে দিবে যখন আপনার পন্যের পিচ কমে যাবে। কিংবা আপনাকে এটার পরিমান সম্পর্কে alert করবে।
  • আপনার যদি একাধিক দোকান থাকে তবে কোন চিন্তার বিষয় নেই। সব দোকানের খরচ, লাভ আপনাকে গ্রাফ/চার্ট আকারে দেখাবে। এক দোকানের পন্য যদি অনু দোকানে ট্রান্সফার করে ভুলে যান তাহলে চিন্তা নেই। কোন পন্য কোন জায়গায় ডুকছে সব কিছুই বলে দিবে সফটয়ারটি
  • গ্যারান্টি নিয়ে অনেক কাস্টনার আসেন। ২ বছর আগে কিনলেও অনেক সময় ভুলে দুই মাস আগের মাল মনে করে পন্য দিতে হয়। এর জন্য সফটয়ারটি বলে দিবে আপনি কোন কাস্টমারকে কোন পন্য বেচেছিলেন এবং কত তারিখে।
  • আমার সব চাইতে মজা লাগে তার রিপোর্ট সিস্টেম। আমার দিনে কত সেল হল,। মাসে কত সেল হল, কত টাকাত কিনলাম,। লাভ কত,। বাৎসরিক সব কিছুই আমাকে দেয় চার্ট/গ্রাফ আকারে । তাই নিশ্চিন্ত মনে থাকা যায়।
  • দোকানের কর্মচারীর পুকুরচুরি স্বভাব যদি থাকে তাহলে এই সফটওয়ারটি ব্যবহার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
এছাড়া রয়েছে point of sale system যার মাধ্যমে আপনি বারকোড স্ক্যানারের সাহায্য নিমিষেই সব ডাটা এড করতে পারবেন। অর্থাৎ পুরো সুপারশপের সফটওয়্যার আপনার হাতের মুঠোয়।

সব চাইতে ভাল জিনিস হল সফটওয়ারটি অন-লাইন তাই ব্যাকয়াপের চিন্তা না করলেও চলবে। এছাড়া পৃথিবীর যে কোন জায়গায় বসে দেখতে পারবেন আপনার দোকানে কি হচ্ছে, কি লাগবে, ইত্যাদি।
সফটওয়ারটির ডাউনলোড লিঙ্ক http://stockmanagerbd.tk

No comments:

Powered by Blogger.