সবচেয়ে বিপজ্জনক ২৫টি পাসওয়ার্ড!
শক্ত পাসওয়ার্ড ব্যবহার করার ব্যপারে ব্যবহারকারীদের প্রতিনয়ত উৎসাহিত করা হলেও অবস্থার কোন উন্নতি হয়নি। অনেকেই এখনো তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ইমেইলসহ বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করে যাচ্ছেন সহজে অনুমানযোগ্য দূর্বল পাসওয়ার্ড। একারনে প্রায়ই অনেকে হ্যাকারদের হাতে হারাচ্ছেন তাদের প্রোফাইল।
প্রতি বছরের মত এবারো SplashData সবচেয়ে দূর্বল পাসওয়ার্ডগুলোর তালিকা প্রকাশ করলো। এতে দেখা গেছে ২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড ছিল ‘১২৩৪৫৬’ এর আগের বছরে শীর্ষস্থানে থাকা পাসওয়ার্ড ‘password’ এবার চলে এসেছে ২য় অবস্থানে। ২৫টি পাসওয়ার্ড বিশ্লেষন করে দেখা যায় সবচেয়ে সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ডগুলোই তালিকার শীর্ষে রয়েছে।
তালিকাতে নতুন যুক্ত হওয়া পাসওয়ার্ড রয়েছে ১০টি, বেশ কয়েকটি পাসওয়ার্ড চলে গেছে শেষের দিকে এবং কয়েকটি চলে এসেছে শুরুর দিকে। তবে নতুন পাসওয়ার্ড লিস্টে স্থান পাওয়া বা অবস্থানের পরিবর্তন হলেও সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অসংখ্য মানুষ এখনো এরকম ভয়াবহ পাসওয়ার্ড ব্যবহার করেন যা মোটেও কাম্য নয়।
No comments:
Post a Comment