কিভাবে আপনার Android Phone এর Bluetooth দিয়ে PC তে নেট চালাবেন?

 

আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে কিভাবে আপনার Android Phone এর Bluetooth দিয়ে PC তে নেট
চালাবেন তা নিয়ে আলোচনা করবো। এটা আমার প্রথম টিউন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আসুন শুরু করা যাক, প্রথমে Google Play থেকে Foxfi.apk নামক software টি নামিয়ে নিন।
তারপর মোবাইলে ইনস্টল করুন।
এরপর আপনার ফোনটিকে PC এর সাথে Pair করুন।
এরপর Foxfi রান করুন।

এ রকম একটি Window আসবে।

Activate Bluetooth DUN
১. আপনার পিসির  bluetooth tray icon এ ক্লিক করুন এরপর সিলেক্ট add a Device

২. আপনার ফোন সিলেক্ট করুন।

৩. আপনার ফোন Pair করুন।

৪. Pair শেষ ক্লিক কানেক্ট বাটন , আপনার PC online এসেছে।
আপনাকে শুধু একবার Pair করতে হবে, এরপর পুনরায় কানেক্ট করতে চাইলে Bluetooth tray icon
থেকে show  bluetooth device এ আপনার ফোন এ ডাবল ক্লিক করুন।
আপনাদের কমেন্ট পেলে আরও নতুন নতুন টিউন নিয়ে আসব ইনশাআল্লাহ।

No comments:

Powered by Blogger.