ওয়েবসাইট-টিতে ভাইরাস আছে কিনা দেখে নিন,থাকলে প্রতিকার নিন।


অনেকেই হয়তো ব্লগ/সাইট এর ভাইরাস এর সম্মুখীন হয়েছেন। সাধারণত এদের বলা হয়ে থাকে “মালওয়ার,স্পাইওয়ার বা ভাইরাস” নামেই। কোন ব্লগে এগুলো থাকলে সাধারণত আমাদের পিসি বা ল্যাপটপ এর মাঝে সেটআপ দেয়া এন্টিভাইরাস তা জানান দিয়ে থাকে। তবে সর্বদা জানান দেয়া সম্ভব হয়ে উঠেনা।
999
তাই আপনি কোন ব্লগে যাবার আগেই যেন অনলাইনেই তা স্ক্যান করে দেখে নিতে পারেন যে সেখানে কোন ভাইরাস রয়েছে কিনা তার জন্য আপনাকে আজকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো।
সাইটিতে যেয়ে মার্ক করা জায়গায় আপনার ব্লগ/সাইটের লিঙ্ক দিয়ে Scan Now দিন। এতে অনলাইনেই আপনার ব্লগটি স্ক্যান হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন স্ক্যান করার ফলাফল পাওয়া গিয়েছে এবং আমার ব্লগে কোন ভাইরাস ধরা পড়েনি। যার ফলে  আপনাদের ভিজিট করার জন্য পুরোপুরি সুরক্ষিত।
নিচের দিকে ক্রল করে আসলে আপনি আর অনে কিছুই বিস্তারিত দেখতে পাবেন। এতে করে আপনি বুঝতে সক্ষম হবেন যেঃ কোথায়? কেন? কিভাবে? আপনার ব্লগটি ডেঞ্জার জোনে আছে। যার ফলে সহজেই আপনি আশা প্রতিকার করতে সক্ষম হয়ে থাকবেন।

স্ক্যানার ব্লগটি ভিজিট করুন

পাশে ছিলেন, আছেন আশা করি আগামীতেও ইনশাল্লাহ সবাইকে পাশে পাবো। (28)

No comments:

Powered by Blogger.