গ্রামীণ, বাংলালিংক,এয়ারটেল সিমে ফ্রি ফেসবুক ব্যবহার করুন ।
বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক আমাদের কাছের-দূরের সব মানুষের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করে। প্রথম দিকে লোকজন শখের বশে কিংবা স্রেফ সময় কাটানোর জন্য ফেসবুকে একাউন্ট খুললেও ধীরে ধীরে সেবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু অনেকেই ইন্টারনেট বিলের কারণে ফেসবুক ব্যবহারে বাধার সম্মুখীন হয়ে থাকেন। এজন্য ফেসবুক ও মোবাইল অপারেটর সমূহের মধ্যে চুক্তির মাধ্যমে চালু হয়েছে “জিরো ফেসবুক (http://0.facebook.com)”, যাতে সেবাটির একটি টেক্সট-অনলি ভার্সন বিনামূল্যে ব্রাউজ করা যায়।
বাংলাদেশে এই মুহুর্তে তিন মোবাইল অপারেটর জিরো ফেসবুক সেবা প্রদান করছে। এরা হচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক এবং এয়ারটেল। ব্রাউজার চয়েসের দিক দিয়ে জিপির জিরো ফেসবুক কিছুটা বেশি সুবিধা দিয়ে থাকে। আর বাকী সব দিক সবারই প্রায় অভিন্ন। চলুন দেখি মোবাইলে কীভাবে জিরো ফেসবুক চালানো যাবে! ক্ষেত্রবিশেষ এখানে অফিসিয়াল টেক্সট তুলে দেয়া হয়েছে।
গ্রামীণফোনে ফেসবুক জিরো ব্যবহারের নিয়মাবলীঃ
- আপনি যদি ইতিমধ্যেই কোন ডেটা প্যাক ইউজার হয়ে থাকেন, তবে http://0.facebook.com ব্রাউজ করতে কোন ডেটা চার্জই লাগবে না
- যদি আপনি PAYG ইউজার হয়ে থাকেন, তাহলে http://0.facebook.com ব্রাউজ করলেও মূল একাউন্ট থেকে কোন চার্জ করা হবে না
- http://0.facebook.com -এ স্ট্যাটাস আপডেট দেয়া বা চেক করা সম্পূর্ণভাবে চার্জ ফ্রি
- তবে আপনি যদি http://0.facebook.com থেকে অন্য কোন লিংকে কানেক্ট করেন, সেক্ষেত্রে ডেটা চার্জ প্রযোজ্য হবে
- যদি আপনি http://0.facebook.com -এ ব্রাউজ করা অবস্থায় কোন ছবি বা ইমেজ ওপেন করেন (সাথে সাথে ঐ পেইজটি আপনাকে ডেটা চার্জ সম্পর্কে অবহিত করবে), তবে সেক্ষেত্রে ডেটা চার্জ প্রযোজ্য হবে
- http://0.facebook.com সাইটটি ব্ল্যাকবেরি ও নকিয়া আশা S40 হ্যান্ডসেট ছাড়া আর যেকোন হ্যান্ডসেটের ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে
- হ্যান্ডসেটের ধরনের ভিত্তিতে (বিশেষ করে স্মার্টফোন ইউজারদের জন্য), ফেসবুক জিরো ব্রাউজিং-এ কোন চার্জ না লাগলেও ঐ একই সেশনে কোন ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন খোলা থাকলে সেগুলোর জন্য ব্রাউজিং চার্জ প্রযোজ্য হবে
- http://0.facebook.com সাইটটি সকল প্রক্সি ব্রাউজারের মধ্যে এক্সক্লুসিভলি অপেরা মিনিতে খুলবে এবং এটিতে কোন ডেটা চার্জ প্রযোজ্য হবে না
- http://0.facebook.com সাইটটি হ্যান্ডসেটের প্রক্সি ব্রাউজার, যেমন UC ইত্যাদিতে কাজ করবে না বা খুলবে না
বাংলালিংক ও এয়ারটেলে ফেসবুক জিরো ব্যবহারের নিয়মাবলীঃ
- এই অফারের আওতায় আপনাকে শুধু http://0.facebook.com ভিজিট করতে হবে। আপনার অ্যাকাউন্ট থেকে কোন চার্জ কেটে নেওয়া হবে না
- ডাটা চার্জ প্রযোজ্য নয়
- যদি আপনি একজন ডাটা প্যাক ব্যাবহারকারী হয়ে থকেন, http://0.facebook.com ব্রাউজিং এর ক্ষেত্রে ডাটা প্যাক থেকে কোন পরিমান ডাটা খরচ হবে না
- আপনি যদি একজন PAYG ব্যাবহারকারী হন এবং http://0.facebook.com ব্রাউজ করে থাকেন, সে ক্ষেত্রে আপনার প্রধান অ্যাকাউন্ট থেকে কোন চার্জ কেটে নেওয়া হবে না
- http://0.facebook.com এ স্ট্যাটাস চেক এবং স্ট্যাটাস আপডেট এর ডাটা মূল্য সম্পূর্ণ ফ্রি
- আপনি যদি 0.facebook.com ব্যতিত অন্য কোন লিঙ্ক ,অন্যান্য সাইট এ সংযোগ স্থাপন করেন তবে চার্জ প্রযোজ্য হবে
- আপনি 0.facebook.com থেকে অন্য কোন লিঙ্ক এ গেলে চার্জ কাটবে
- আপনি যদি পেইজে কোনো ছবি বা ইমেজ খুলেন (ডাটা চার্জের সম্পর্কে পেজ অবিলম্বে আপনাকে অবহিত করবে) তাহলে চার্জ প্রযোজ্য হবে
- বাংলালিংক ও এয়ারটেলে “0.facebook.com” সাইট টি ব্ল্যাকবেরি এবং প্রক্সি ব্রাউজার যেমন অপেরা মিনি, UC ইত্যাদি ছাড়া সব হ্যান্ডসেট এর ডিফল্ট ব্রাউজারে কাজ করবে
গ্রামীণফোন ও বাংলালিংক কাস্টমার কেয়ার এক্সিকিউটিভদের তথ্যানুযায়ী ফেসবুক জিরো ব্যবহার করতে চাইলে আপনার মোবাইলে যেকোন একটি ইন্টারনেট প্যাকেজ (অন্তত পে-অ্যাজ-ইউ-গো) প্যাকেজ চালু থাকতে হবে, তবে ভয়ের কোন কারণ নেই, জিরো ফেসবুক ব্যবহারকালে কোন ডেটা চার্জ প্রযোজ্য হবেনা। আপনি এতে ছবি বা বাইরের লিংক দেখতে চাইলেই কেবল টাকা/বান্ডল ডেটা ভলিউম খরচ হবে।
আর হ্যাঁ, জিরো কিংবা হিরো (!?!) ফেসবুক যাই হোকনা কেন, যেকোন ওয়েব ব্রাউজিংয়ের জন্যই মোবাইলে অবশ্যই ইন্টারনেট কনফিগারেশন সেটিংস প্রয়োজন হবে। এই সেটিংসগুলো পেতে চাইলে নিচের লিংক ভিজিট করুন।
- গ্রামীণফোন ইন্টারনেট কনফিগারেশন সেটিংস (অথবা All লিখে এসএমএস করুন 8080 নম্বরে)
- বাংলালিংক ইন্টারনেট কনফিগারেশন সেটিংস (অথবা ALL লিখে এসএমএস করুন 3343 নম্বরে)
- এয়ারটেল ইন্টারনেট কনফিগারেশন সেটিংস ( অথবা আপনার এয়ারটেল মেন্যু ব্যবহার করে আপনি পুনরায় অনুরোধ করতে পারবেন, “My Stuff” মেন্যু তে যান এবং ক্লিক করুনঃ Multimedia Settings> Reset Settings. আপনি পুনরায় এসএমএস এর মাধ্যমে কনফিগারেশন সেটিংস পাবেন
No comments:
Post a Comment